হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে তীব্র খড়া আর অনাবৃষ্টির কারণে আম- লিচু ঝড়ে যাচ্ছে

কিশোরগঞ্জ প্রতিনিধি :

বৈশাখের খড়তাপে আর অনাবৃষ্টির কারণে কিশোরগঞ্জে গাছ থেকে আম- লিচু ঝড়ে ঝড়ে পরছে। প্রচন্ড দাবদাহ আর কিছুদিন আগে হয়ে যাওয়া কালবৌশাখী ঝড় ও শিলাবৃষ্টি এর জন্য দায়ী বলে মনে করছেন অনেক কৃষকরা। দেশে ঝড়ের মাঝে গরম হাওয়ার কারণে এ বছর অনেক বোর ফসল নষ্ট হয়ে চিটায় পরিণত হয়েছে। এখন আবার আম- লিচুর ফলন বাঁধাগ্রস্ত হচ্ছে অনাবৃষ্টি আর তীব্র তাপদাহের কারণে। গাছ থেকে খসে পড়ছে আম আর লিচু।

কৃষক শাফায়েত বলেন, কিছু আম গাছে এবার ভালোই ফল ধরেছিলো। কিন্তু পরিণত হওয়ার আগেই এখন আমার গাছের আম ঝড়ে যাচ্ছে। কি করবো ঠিক বুঝে উঠতে পারছিনা। কৃষক আল আমিন বলেন, তীব্র গরম আর বৃষ্টি না হওয়ায় আমার লিচু গাছের অনেক লিচু এখন পরে যাচ্ছে। ফলন ভালো হবে এ আশা এখন আর করতে পারছিনা। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। সে সাথে কৃষকদের আম- লিচুর গাছে কৃত্তিম সেঁচ প্রদানের ব্যবস্থা করারও পরামর্শ দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন