হোম অন্যান্যসারাদেশ ত্রাণের দাবিতে সাতক্ষীরায় শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :

ত্রাণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিন করেছে বাস-মিনিবাস শ্রমিকরা। জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় বাস টার্মিনাল সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, শ্রমিক নেতা মখছুর রহমান, মনিরুল ইসলাম, লিয়াকত হোসেন, মশিউর রহমান, আব্দুস সালাম, শেখ শফিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, মোরশেদ হোসেন, জুলফিকার হোসেন সবুজ প্রমূখ।

বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত লকডাউনের কারনে টানা ২২ দিন বাস মিনিবাস বন্ধ থাকার কারণে সাতক্ষীরার ৩ হাজার শ্রমিকের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়াননি। বক্তারা এসময় মটর শ্রমিক ইউনিয়নের কল্যাণ ফান্ডের অর্থ সাধারণ শ্রমিকদের জন্য বরাদ্দের দাবি জানান। বক্তারা অবিলম্বে বাস-মিনিবাস চালু ও সাধারণ শ্রমিকদের ত্রাণ সহায়তায় জন্য সরকারে কাছে জোর দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন