হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় পিতার অভিযোগে পুত্র জেলহাজতে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় পিতা-মাতাকে মারধরের অভিযোগে পুত্র নাসির উদ্দীনকে (৪০) আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। নাসির উদ্দীন উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। পিতার অভিযোগে থানা পুলিশ শুক্রবার বিকালে তাকে আটক করে আজ শনিবার জেলহাজতে প্রেরণ করেছে। নাসির উদ্দীন একজন পল্লী চিকিৎসক। পিতা আব্দুল জলিল অভিযোগে উল্লেখ করেছেন, গত বৃহস্পতিবার সকালে তাঁদের বাড়িতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দীন তাঁকে, মা রোজিনা বেগম ও বোন পারভীন আক্তারকে দা নিয়ে কুপাতে যায়। এ সময় তাঁরা দৌড়ে পালিয়ে ঘরে তালা দিয়ে প্রাণে রক্ষা পায়। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মালেককে জানালে নিষ্পত্তি করার চেষ্টা করে ব্যর্থ। শেষে শনিবার সকালে ভুক্তভোগীর পিতা-মাতা ও বোন থানায় অভিযোগ দায়ের করেন। পিতা আব্দুল জলিলের অভিযোগে শুক্রবার বিকালে থানা পুলিশ নাসির উদ্দীনকে আটক করে।

ঝিকরগাছায় বোরো চাষিদের তীরে এসে তরি ডোবার মতো অবস্থা। অভিযোগ পিতা আরো উল্লেখ করেছেন, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কারণে-অকারণে নাসির উদ্দীন তাঁকে ও তার মাকে মারপিট করে। এনিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসী কয়েকবার শালিশও করেছেন। সেসব ক্ষেত্রে নাসির উদ্দীন মুসলিকা দিয়ে পুনরায় এমন কাজ না করার অঙ্গিকারও করেছে একাধিক বার। থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নাসির উদ্দীনকে পিতা আব্দুল জলিলের অভিযোগে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। নাসির একজন অসৎ প্রকৃতির মানুষ। তাকে নিয়ে ইতোমধ্যে পুলিম ৬/৭ বার শালিশী করেছে। সংশোধন হওয়ার জন্য তাকে সুযোগ দেয়াও হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন