হোম ফিচার মালয়েশিয়া আরো চারটি সেক্টরে বৈধতা দেওয়ার ঘোষণা।

সংকল্প ডেস্ক :

মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে গত বছরের ১৬ নভেম্বর থেকে শুরু হয় রিক্যালিব্রেশন প্রোগ্রাম। যার কার্যক্রম চলবে এ বছরের ৩০ জনু পর্যন্ত। তবে সেটা নির্দিষ্ট চারটি সেক্টর দেওয়া সাধারণ অবৈধ অভিবাসী সহ বিভিন্ন সেক্টরের কোম্পানির মালিকেরা বিপাকে পড়েন। মালয়েশিয়া সরকার সব কিছু বিবেচনা করে আবার নতুন করে চারটি সেক্টরে বৈধতা দেওয়ার সুযোগ দিয়েছে। এ গুলো হলো:

i) রেস্তোঁরা সাব-সেক্টর;
ii) সাব-সেক্টর কার্গো;
iii) পাইকারী ও খুচরা উপ-সেক্টর; এবং
iv) উপ-সেক্টর পরিষ্কার এবং লন্ডারিং।

এর পাশ্বাপাশি বৈধ হওয়ার শর্ত গুলো অনেক অংশে শীতল করা হয়েছে, এতে খুব সহজে অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন