হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় চাঁদার দাবিতে বসত ঘরে হামলা ভাংচুর।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় সপ্তাহের ব্যবধানে দুইবার দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় ঘর ভাংচুর করা হয়েছে। চাঁদা না দিলে বাড়িঘর থেকে উচ্ছেদ করার হুমকি দেয়া হয়। ঘটনাটি বুধবার রাতে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায়। এ ঘটনায় ভাংচুর করা ঘরে বসবাসকারী হাদী গাজী বাদী হয়ে ১১জনকে আসামী করে গলাচিপা থানা অভিযোগ করেছে। এর আগেও গলাচিপা থানায় অভিযোগ করা হলেও কোন প্রতিকার না মেলায় এভাবে বারবার হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে অভিযুক্ত রিয়াজ মোল্লা জানান, কোন চাঁদা দাবি করা হয়নি। জমি জমা নিয়ে বিরোধের জেরে ঝগড়া ঝাটি হয়েছে।

অভিযোগ সূত্র ও এলাকাবসী জানায়, পৌরএলাকার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় ২০১২ সালে ফিরোজ তালুকদার গংদের কাছ থেকে ৯শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছে হাদী গাজী। এর মধ্যে কয়েকবার রিয়াজ মোল্লা, রিমেল মোল্লা ২৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় ঘর কুপিয়ে ও ভাংচুর করে হাদী গাজীকে উচ্ছেদেও হুমকি দেয়া হয় বলে হাদী গাজী অভিযোগ করেন। এ ব্যপারে গলাচিপা থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন