কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া পৌরসভাধীন ঝিকরায় ‘বায়তুল ফালাহ্ জামে মসজিদের ভিত্তি প্রস্তরের মেঝে ঢালায়ের কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার(২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে পৌর সভার ৫নং ওয়ার্ডের ঝিকরা গ্রামবাসির সমন্বয়ে ও সহযোগীতায় জলাশয়ের মধ্যেই কংক্রিটের ¯øাবের উপরে ওই নব নির্মাণাধীন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর শেখ জামিল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহ উদ্দীন নিলু, মসজিদ কমিটির সভাপতি ইয়াছিন আলী শেখ, সাধারন সম্পাদক ওমর আলী, মসজিদের ইমাম মাও: মাহবুব হোসেনসহ মুসুল্লিগণ। উল্লেখ্য, ঝিকারায় নব নির্মাণাধীন ‘বায়তুল ফালাহ্ জামে মসজিদের দ্বিতল ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ৫০ লক্ষ টাকার ব্যয়ভার ধরা হয়েছে বলে মসজিদ কমিটির কর্মকর্তারা জানান। সক শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।