হোম খেলাধুলা জাতীয় ক্রিকেটার সাকিবের ফার্মের শ্রমিকদের বেতন পেতে ৩০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে

জাতীয় ক্রিকেটার সাকিবের ফার্মের শ্রমিকদের বেতন পেতে ৩০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান এর অ্যাগ্রো ফার্মের মালিকানাধিন শ্রমিকদের বেতন এখনো পরিশোধ করা সম্ভাব হয়নি। শ্রমিকদের বেতন পেতে ৩০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।ওই প্রতিষ্ঠানের তত্বাবধায়ক ছগির হাসান পাভেল এ খবর এর সত্যতা নিচ্চিত করেছেন ।

গত সোমবার বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকরা শ্যামনগর উপজেলার দাতনে খালী গ্রামে অবস্থীত সাকিব আল হাসান এর অ্যাগ্রো ফার্মের(কাকড়া) সামনে শ্রমিকরা বিক্ষোপ করেন।

এ সময় মালিক পক্ষ শ্রমিকদের আস্বশÍ করেন আজ বুধবার এর মধ্যে তাদের বেতন পরিশোধ করা হবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আজও বেতন ভাতা পরিশোধ করতে পারেনি।তবে মালিক পক্ষের আস্বাশে শ্রমিকরা শান্ত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন