নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিয়া (৩৫) খুনের ঘটনায় মামলা দায়ের। নিহত সালাউদ্দিন মিয়ার মা, বাবা, দুই ভাই ও দুই ভাইয়ের স্ত্রী এবং বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীসহ তিন ভাই আসামি হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) বিকেলে সালাউদ্দিনের মেয়ে সুমাইয়া শ্রাবনী (২০) বাদী হয়ে লোহাগড়া থানায় ওই মামলা করেন।
গত সোমবার ১৯ এপ্রিল দুপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে পারিবারিক বিরোধে খুন হন সালাউদ্দিন। তিনি মাগুরা জেলায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। মামলার আসামিরা হলেন নিহত সালাউদ্দিনের বাবা মান্নান মিয়া, মা মনো বেগম, ভাই জসিম উদ্দিন ও গিয়াস উদ্দিন, দুই ভাইয়ের স্ত্রী ছাবিনা বেগম ও শিউলী বেগম এবং বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর তিন ভাই কামাল, আলাউদ্দিন ও পলাশ।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ইতিমধ্যে বাবা মান্নান মিয়া, ভাই গিয়াস উদ্দিন ও তাঁর স্ত্রী শিউলী বেগম গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।