হোম ফিচার সাতক্ষীরার তালায় রোগীকে রেফার করায় ডাক্তারদের মারপিট

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় গর্ভবতী রোগীকে খুলনায় রেফার করায় ডাক্তারদের মারপিট করেছে রোগীর স্বজনরা। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী রাসেল বলেন, বুধবার সকালে তালার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের শাহাবুদ্দিন সরদারের গর্ভবতী স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু (ডাক্তারের বক্তব্য অনুযায়ী) রোগীর ব্লাড প্রেসার ক্রমাগত কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করে। এতে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে দায়িত্বরত ডা: অতুন্য ঘোষ ও ডা: ফারহা ফেরদৌসীকে শারিরীকভাবে লাঞ্চিত করে। হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে এখবর পেয়ে পুলিশ সাথে সাথে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত জানান, তালায় ভর্তি হওয়া গর্ভবতী রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পরামর্শপত্র দিলে না বুঝেই রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের মারপিট করে। পরে ওই রোগীরা রাস্তায় যাওয়ার পথে সন্তান প্রসব করে। এবং নবজাতক ও মা মারা যায়। পরে হাসপাতালে ফের স্বজনদের উত্তেজিত হতে দেখা দিলে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

 

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন