মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকরা একটি ঝটিকা মিছিলের চেষ্টা করেছিলো, থানা পুলিশের বাধায় মিছিলটি পন্ড হলেও মিছিল কারীরা অতর্কিতভাবে পুলিশের উপর ইট/পাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ ও ঘটনাস্থল থেকে জনাগেছে সোমবার(১৯এপ্রিল)সকাল ১১টার দিকে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পার্র্শ্ববর্তি মাস্টারপাড়া এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে হাসপাতালের সম্মুখ সড়ক দিয়ে যাওয়ার সময় থানা পুলিশ বাধাদেয়, মিছিলকরীরা তখন মিছিল আর করবেনা বলে উদয়পুর বড় মাদ্রাসার দিকে ফেরার সময়, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমানের বাড়ির সামনে যেয়ে অতর্কিতভাবে পুলিশের উপর ইট/পাটকেল নিক্ষেপ করে, এসময় পুলিশের নেতৃত্বে থাকা থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, এস আই আবু হাসান, এস আই মামুন ও এ এস আই বাহারুল হক আহত হয়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মীর সাফিন আহম্মেদ, এ এসপি(সার্কেল) ছয়ের উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ডিবি ওসি রেজাউল করিম, ওসি তদন্ত জগন্নাথ চন্দ্র উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতৃবৃন্দ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়। পুলিশ তদন্তপূর্বক হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।