হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় স্বামীর ওপর অভিমানে গৃহবধুর আত্মহনন

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে গৃহবধুর আত্মহননের খবর পাওয়া গেছে। আত্মহননকারী গৃহবধুর নাম ফেরদৌসী বেগম (৪৫)। সে পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের আব্দুর সবুর শেখের স্ত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮এপ্রিল) সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা শেখ পাড়া মসজিদ সংলগ্ন এলাকায়।

স্থানীয় বাসিন্দা সাইদুজ্জামান শুভ জানায়, আজ সকালে বাড়ির মসজিদের পাশ থেকে প্রতিবেশীরা গৃহবধুর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এ সময় নিহতের পাশ থেকে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। তিনি আরও জানান, বেশ কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল। তারই জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

পাটকেলঘাটা থানা পরিদর্শক(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন