হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৫ আসামি গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার(১৬ এপ্রিল) ভোর রাতে উপজেলার পৃথক স্থান থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (৩৩), কেঁড়াগাছি গ্রামের খায়রুল আলমের পুত্র আজিজুল ইসলাম (৪৮), গাড়াখালী গ্রামের আবুল হোসেনের পুত্র মিজানুর রহমান, বাকসা গ্রামের আব্দুল বারীর পুত্র সাইফুল ইসলাম (২৪) ও কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র শেখ বিল্লাল হোসেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন