হোম অন্যান্যসারাদেশ খুলনায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

খুলনায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 355 ভিউজ

খুলনা অফিস :

খুলনায় করো না উপসর্গ নিয়ে নুরুজ্জামান খান ৪৩ নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করো না বিষয়ক ফোকাল পয়েন্ট ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।

স্থানীয়রা জানায়, নুরুজ্জামান খান গত ৫’ দিন ধরে জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকা‌লে প‌রিবা‌রের স্বজনরা রুপসা হাসপাতালে হাসপাতা‌লে নি‌য়ে আসে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসে। কর্তব‌্যরত চি‌কিৎসক ডাক্তার আশরাফুর রহমান পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করণা বিষয়ক মুখপাত্র ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, মৃত ব্যক্তি করণায় আক্রান্ত কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সে সিমেন্স মোবাইল কোম্পানিতে চাকরি করেন। বিভিন্ন দোকানে মোবাইলের মা‌র্কেটিং সার্ভিসিং এর কাজ করত বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন