মাগুরা প্রতিনিধি :
মাগুরা শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় আজ শনিবার সকালে বালু ও সিমেন্ট বোঝাই নাটাগাড়ি উল্টে রবিন মোল্যা (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত রবিন নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্যার ছেলে। সে স্থানীয় ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরিক্ষার্থী ছিল।
নিহতের চাচা বিল্লাল মোল্যা জানান, রবিন ও তার বন্ধুরা মিলে বালু ও সিমেন্ট বোঝাই নাটা গাড়ি নিয়ে আঠারোখাদা যাচ্ছিল। পথিমধ্যে নিজনান্দুয়ালী মধ্যপাড়া জামে মসজিদ এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির উপর বসে থাকা রবিন বালু ও সিমেন্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নাটা গাড়িটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।