হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরন ও সচেতনতা মূলক প্রচার।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকালে মাস্ক বিতরন ও কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন উপজেলা সদরের গাড়ফা বাজারের পূর্বপ্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পায়ে হেটে জনসাধারণকে করোনা মহামারীর ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান এবং স্বাস্থ্যবিধি মেনে চলবার নির্দেশনা প্রদান করেন।

এসময় অনেক পথচারীর মুখে মাস্ক না থাকায় তাদেরকে তিনি মাস্ক প্রদান করেন ও বেশ কয়েকটি জায়গায় দাড়িয়ে জনসাধারণকে বুঝানোর চেষ্টা করেন। আগামী কাল থেকে স্বাস্থ্য বিধি মেনে না চল্লে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল/জরিমানার করা হতে পারে বলে জানাগেছে। এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, তথ্য সেবা কর্মকর্তা যুথিকা বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন