কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব ও প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ৩১ মার্চ ২০২১ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের সম্বর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও রেফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। বুধবার বিকাল চারটায় কালিগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে প্রেসক্লাবের সাংবাদিকদের রেজিস্ট্রেশন এর মাধ্যমে গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হয়।
এরপর সকল সদস্যরা প্রেসক্লাবের সামনে ফটোসেশনের পর দুটি বাসের মাধ্যমে সাতক্ষীরায় উদ্দেশ্যে রওনা হয় বিকাল পাঁচটায় মন্টু মিয়ার বাগান বাড়ি মোজাফফর গার্ডেন ঘোরাঘুরি ফটো তোলা নাস্তার মাধ্যমে কিছু সময় অতিবাহিত করা হয় । নামাজের বিরতির পর সন্ধ্যায় বাসযোগে সাতক্ষীরার ঐতিহ্যবাহী লেক ভিউ তুফান কনভেনশন সেন্টার যমুনাতে আলোচনা সভা গুণী ব্যক্তিদের সম্বর্ধনা রাফেল ড্র পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা সুযোগ্য জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শেখ সাইফুল বারি সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু জেলা প্রশাসক মহোদয় কে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং প্রেসক্লাবের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উত্তরীয় পুরস্কার গেঞ্জি ক্যাপ চাবি রিং ও প্রেসক্লাবের মনোগ্রাম কোট পিন প্রদান করা হয় ।এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী , কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম , উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী সামিরা ইয়াসমিন , সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দেশ টেলিভিশন ও বিডিনিউজের জেলা প্রতিনিধি সুমন কায়সার, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, তুফান কনভেনশন সেন্টার স্বত্বাধিকারী ডাক্তার আবুল কালাম বাবলা, ভোমরা সিএন্ডএফ এজেন্টের বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পানি ডাক্তার, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এর ইনচার্জ বিশ্বজিৎ বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন মন্টু, বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকল অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উপলক্ষে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয় তাদেরকে উত্তরীয় পরিয়ে উপহার সামগ্রী প্রদান করা হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক এবং পিকনিক কমিটির আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনিবাহী কমিটির সংবর্ধিত ব্যক্তিরা হলেন সভাপতি শেখ সাইফুল বারী সহ-সভাপতি নিয়াজ কাউসার তুহিন সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু যুগ্মসাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল কোষাধক্ষ্য কাজী মুজাহিদুল ইসলাম তরুণ তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উলাহ বাচ্চু দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন কার্যনির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু নির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাতক্ষীরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু সংগীতশিল্পী চৈতালী মুখার্জী সুতপা মন্ডল রফিকুল ইসলাম জাহাঙ্গীর হোসেন নিবিড় মেহেদী কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে সাহিত্য ভঞ্জো চৌধুরী মনমুগ্ধকর নাচ পরিবেশন করে জিম ও মিম সঙ্গীত পরিচালনায় ছিলেন মিউজিক ডিরেক্টর দীপক কুমার পিয়াস ও পিনাক অনুষ্ঠানে উপস্থিত সকল শিল্পীদের ও কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সকলকেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা প্রদান করা হয় বিকালে মন্টু মিয়ার বাগান বাড়ি সুন্দর মনোরম পরিবেশে দেখা হয় এবং সন্ধ্যায় সাতক্ষীরায় লেক ভিউ তে পানির ফোয়ারা ও আলোকসজ্জা দেখে মুগ্ধ হয় রাত দশটায় সকল অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে ডিনার অনুষ্ঠিত হয় সকলে একটি মিলনমেলায় পরিণত হয় ডিনার শেষে পরে আবারও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয় রেফেল ড্র প্রথম পুরস্কার পায় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুর রহমান সর্বোচ্চ টিকিট কাটার জন্য শুভেচ্ছা পুরস্কার পান উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিক ও অতিথিদের প্রেসক্লাবের পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী প্রেসক্লাবের মনোগ্রাম চাবির রিং উপহার হিসেবে প্রদান করা হয় সব মিলিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ২০২১ অত্যন্ত মনমুগ্ধকর আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে সকল অতিথি ও সাংবাদিকরা সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানে নিউজ কভারেজ করে প্রত্যাশা কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক এস,কে আব্বাস সহ অন্যান্য সাংবাদিক এবং সমগ্র অনুষ্ঠানটি দৈনিক দৃষ্টিপাত মাসুদ পারভেজ ক্যাপ্টেন বিজয় নিউজের শেখ আতিকুর রহমান ও বিবিসি নিউজ শিমুল হোসেন সরাসরি লাইভ প্রোগ্রাম করেন