নিজস্ব প্রতিনিধিঃ
তালায় পপি খাতুন (১৬)নামে অপহরনের দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে শুভ বসাক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শুভ বসাক (১৮) উপজেলার মাগুরা ইউনিয়নের রাম প্রসাদ বসাকের ছেলে। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামে।
যদিও ঘটনাটি প্রেম সংগঠিত বলে জানিয়েছে স্থানীয়রা । ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার ফলেয়া গ্রামের শুভ বসাক এবং একই এলাকার করিম বিশ্বাসের মেয়ে পপি খাতুনকে বিভিন্ন সময় উত্যক্ত করত। গত ২৫ মার্চ পপি তার ভগ্নিপতি বাড়ি জিয়লানলতা গ্রামে বেড়াতে যায়। এরপর ২৮ মার্চ বিকালে বাড়িতে ফেরার পথে তালার রহিমাবাদ প্রাইমারী স্কুল এলাকায় পৌঁছালে শুভ ও তার সহযোগীরা জোরপূর্বক ভাবে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
৩০ মার্চ পপির ভাই আলামিন বিশ্বাস তালা থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন। মামলা নং-১০ তারিখ (৩০.০৩.২০২১)। গতকাল রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারী যুবককে গ্রেফতার ও ভিক্টিমকে উদ্ধার করে তালা থানা পুলিশ । তালা থানা পরিদর্শক (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মঙ্গলবার (৩০মার্চ) ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে এবং শুভবসাক নামে এক যুবক কে গ্রেপ্তার করা হয়ছে। আজ সকালে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।