হোম ফিচার জামায়েত ক্যাডার একাধিক নাশকতা মামলার আসামি নূরুল হক শেখ রাসেল শিশু কিশোর পরিষদের বড় নেতা

 

নিজস্ব প্রতিনিধি:

এক সময়ের জামায়েত ইসলামির দাপটশালী ক্যাডার। তার নামে রয়েছে একাধিক নাশকতার মামলা। ভোল পাল্টেতিনি এখন আওয়ামীলীগের রাজনীতিতে নাম লেখাতে উঠেপড়ে লেগেছেন।

ইতোমধ্যে তিনি শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাতক্ষীরা পৌর শাখার সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন। তিনি হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালি মাহমুদপুরের মাওলানা রিয়াজ উদ্দীন আফসারের ছেলে শেখ নুরুল হক।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে থেকে সম্প্রতি কয়েক বছর আগে দেশে ফিরেছেন জামাত ক্যাডার নুরুল হক। সেই সময় দেশে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নুরুল হক দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়ার অভিপ্রায়ে প্রথমে যোগ দেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদে। বর্তমানে তিনি এই সংগঠনের সাতক্ষীরা পৌর শাখা কমিটির সভাপতি। যদিও নুরুল হকের পরিবার স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত। জনশ্রæতি আছে শেখ নুরুল হক মধ্যপ্রাচ্যে থাকতে সেখানে জামায়াতে ইসলামীর ফান্ড কালেকশনের দায়িত্ব পালন করতেন।

২০১২, ২০১৩ ও ২০১৪ সালে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের আগুন সন্ত্রাসের সময় ভাড়–খালি, মাহমুদপুর এলাকার কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, মাওলানা রিয়াজ উদ্দীন আফসারের পরিবার দীর্ঘদিন স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতিরি সাথে সম্পৃক্ত। তার ছেলে শেখ নুরুল হক দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন।

সেখানে তিনি জামায়ত-শিবিরের ফান্ড কালেকশন করে দেশে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠাতেন। শেখ নুরুল হকের নামে একাধিক নাশকতার মামলাও রয়েছে। হঠাৎ তিনি গা বাঁচাতে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়ার জন্য সক্রিয় হন। এক পর্যায়ে তিনি যোগ দেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদে। বনে যান ওই সংগঠনের সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি।

কয়েকজন অভিযোগকারী জানান, শেখ নুরুল হক শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর কমিটির সভাপতির দায়িত্বপান আকস্মিকভাবে। কারণ, তারা মনে করেন যার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে, যার পরিবার জামায়াত-শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি কিভাবে এমন একটি সংগঠনের দায়িত্বশীল হলেন বিষয়টি তাদেরকে হতবাক করেছে।

এদিকে, শেখ নুরুল হক সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুর‌্যালের বিপরীত পাশে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর শাখা অফিস তৈরি করেছেন। সেখানে সারাদিন সকাল-বিকাল তিনি বিচার-সালিশ করেন। জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন জনকে তনি সেখানে ডেকে এনে রীতিমত দরবার বসান। যাকে তাকে হুমকি-ধামকি দেন।

শহরে সদর হাসপাতলের গেটে বিরাট আকৃতির প্যানা সাইন স্থাপন করেছেন শেখ নুরুল হক। সেখানে বড় বড় অক্ষরে তার দলীয় পদ-পদবী লিখেছেন। অথচ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কি-না সে তথ্য পাওয়া যায়নি। কয়েক দিন আগে তিনি সাতক্ষীরার একজন সাংবাদিককে মোবাইলে হুমকি-ধামকি দিয়েছেন। কারণ ওই সাংবাদিক শেখ নুরুল হকের নানা অন্যায়-অত্যাচারের তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছেন।

এ বিষয়ে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি রাশিদুজ্জামান রাশির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি জানান নুরুল হকের বিরুদ্ধে নাশকতার মামলার বিষয়টি জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন