নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় কিছুতেই থামানো যাচ্ছেনা ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইটভাটা শ্রমিক আসা। করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলার প্রতিটি প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোষ্ট বসানো হলেও রাতের আধারে ট্রাক যোগে নারায়নগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে শত শত ইটভাটা শ্রমিক।
এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে। আজ রবিবার ভোরেও সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জে সড়ক পথে ট্রাক যোগে ও নৌপথে কার্গো যোগে প্রায় ৫ শতাধিক শ্রমিক প্রবেশ করেছে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর কবির। জেলা প্রশাসনের তথ্যমতে গত এক সপ্তাহে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১২ হাজার মানুষ এ জেলায় প্রবেশ করেছে।
যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসছেন তাদের সবারই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।
সম্প্রতি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন ইটভাটা শ্রমিক বহনকারী তিন ট্রাক চালকের ১০ হাজার টাকা জরিমানাও করেন। এরপরও থেমে নেই ট্রাকযোগে প্রতিদিন নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিক আসা।