নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় পরিবহনের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, শুক্রবার সকালে নয়টার দিকে সাতক্ষীরা- শ্যামনগর সড়কের দেবহাটার গাজীরহাটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পরিবহনটি আটক করেছে। নিহত শিক্ষকের নাম সৌমিত রায় ওরফে ভোলা (৬৫) রামনাথপুর গ্রামের মৃত শিবপদ পুত্র। তিনি সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
আহত হন জাকির হোসেন (৩২) নামের আরেক ব্যাক্তি। প্রত্যক্ষদর্শী গাজিরহাটের রাকিবুল ইসলাম জানান, সৌমিত রায় গাজীরহাট মোজাম্মেদ মিশনের সামনে জাকির হোসেনের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামি বাস গ্রীণ বাংলা পরিবহন তাদের দু’জনকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই সৌমিত রায় নিহত হন এবং জাকির গুরুতর আহত হন। ওসি বিপ্লব কুমার সাহা জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
