কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
একদিকে মহিলাদের কাপড়ের হাটে আজ বুধবার দিনব্যাপি মাস্ক বিহীন চলাচল ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলছে ক্রয়- বিক্রয়, অন্য দিকে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ জন ব্যক্তিকে প্রশাসন কর্তৃক করা হয় অর্থ দন্ড। দেশে মহামারী করোনার প্রভাব দিন দিন বাড়তে থাকলেও ভ্রুক্ষেপ নেই অনেক লোক জনের মাঝে। প্রশাসন কর্তৃক সচেতন করা হলেও খুব দ্রুত সচেতনতার বিষয়ে ভুলে যাচ্ছে মানুষ।

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ফেরীঘাটে করোনা মহামারী মোকাবিলায় আজ ২৪ মার্চ, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসার নেতৃত্বে ভৈরব নৌ পুলিশ কে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভৈরবের মেঘনা ফেরীঘাট এলাকায় মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২ জন ব্যক্তিকে মোট ২৪৫০ টাকা অর্থদন্ড প্রদান করা সহ তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। এ ছাড়া মাস্ক বিহীন ব্যাক্তিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি হিমাদ্রী খিসা বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। আমরা করোনা মোবাবেলায় জনসাধারণের মাঝে সরকারী পরামর্শ ও নির্দেশনা পৌছে দেওয়ার পাশাপাশি মাস্ক বিতরণের মাধ্যমে লোকজনকে স্বাস্থ্য সচেতন করে তুলছি ।
s
