সংকল্প ডেক্স :
মায়ের জন্য চিতই পিঠা আনতে গিয়ে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের বিষয়টি টের পেয়ে কিশোরীর মামাতো ভাই ক্ষিপ্ত হয়ে ধর্ষক হাসান আলী (৩০), কে ছুরিকাঘাতে আহত করেছে।
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সোমবার রাত ৮ টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজারের ঋষিপট্টি এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ধর্ষক হাসান আলীকে আহত অবস্থায় আটক করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। একই সঙ্গে প্রতিবন্ধী কিশোরীর মামাতো ভাইকেও আটক করে পুলিশ।
এছাড়াও কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ভৈরব থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে ধর্ষক হাসান আলীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরববাজার ঋষিপাড়ার প্রতিবন্ধী কিশোরী রাত ৮টার দিকে পিঠা আনতে গেলে একই মহল্লার মৃত শাহজাহান আলীর ছেলে হাসান আলী তাকে কৌশলে একটি করাত কলের পাশে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে ধর্ষক হাসান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।
এদিকে পুলিশ যাওয়ার আগেই কিশোরীর মামাতো ভাই খবর পেয়ে ধর্ষক হাছান আলীকে ছুরিকাঘাত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ধর্ষক হাছান আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে ধর্ষককে ছুরিকাঘাত করায় কিশোরীর মামাতো ভাইকেও পুলিশ আটক করে।
এ প্রসঙ্গে ভৈরব থানার এসআই রফিকুল ইসলাম জানান, এলাকাবাসী ধর্ষককে আটক করে থানায় খবর দেয়। এরআগেই কিশোরীর মামাতো ভাই ছুরিকাঘাত করে অভিযুক্ত হাসানকে আহত করে। ফলে আমরা তাকেও আটক করেছি।
s
