হোম অন্যান্যসারাদেশ শরীয়তপুর জজ কোর্টের পিপি হাবিব ও তার ভাই যুবলীগ নেতা মনির হত্যা মামলার রায়ের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি কর্মবিরতি

সংকল্প ডেক্স :

শরীয়তপুর জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হাবীবুর রহমান ও তার ভাই মনির হোসেন হত্যা মামলার রায়ের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে অ্যাডভোকেট সুলতানা হোসেন মিঞা সভাকক্ষে এক সভায় এ কর্মবিরতির ঘোষণা দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু সাঈদ।

তাই আজ তাদের আদালতের সকল কার্যক্রম বন্ধ থাকে। সভায় শরীয়তপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইনকে বদলি ও তার আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন তারা ।

এসময় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর্জা মো. হজরত আলী, জেলা জজ আদালতের এপিপি ও শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, অ্যাডভোকেট মেহেদী মান্নান হামিদীসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু সাঈদ বলেন, খুনিরা হাবীবুর রহমান ও তার ভাই মনির হোসেনকে নৃশংসভাবে হত্যা করেছে। দীর্ঘ ২০ বছর পর সেই হত্যার রায় ঘোষণা করা হয়েছে। যাদের বিরুদ্ধে হত্যার প্রমাণ রয়েছে তাদের অনেকেই খালাস পেয়েছেন।

এটা দুঃখজনক। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো। প্রকৃত খুনিদের ফাঁসি আদেশ দিতে হবে। তিনি বলেন, হত্যা মামলার রায়ের প্রতিবাদে আজ জেলা আইনজীবী সমিতি কর্মবিরতি পালন করেছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইনকে বদলি করতে হবে। তাছাড়া তার আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেয়া হল।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন