হোম অন্যান্যসারাদেশ ভৈরবে পিঠা আনতে গিয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে পিঠা আনতে গিয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ২৩ মার্চ সোমবার রাতে ভৈরববাজার ঋষিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ধর্ষক হাসান আলীকে আটক করে।
ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক হাসান আলীর বিরুদ্ধে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে ধর্ষক হাসান আলীকে ছুরিকাঘাত করার অপরাধে ধর্ষিতার মামাতো ভাই সাকিবের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
জানা যায়, ভৈরববাজার ঋষিপট্টি এলাকার প্রতিবন্ধী ওই কিশোরী রাতে পিঠা আনতে গেলে মৃত শাহজাহান আলীর ছেলে হাসান আলী তাকে কৌশলে একটি করাতকলের পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে ধর্ষক হাছান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ আসার আগেই খবর পেয়ে কিশোরীর মামাতো ভাই সাকিব ধর্ষক হাছান আলীকে ছুরিকাঘাত করে। পুলিশ আহত অবস্থায় ধর্ষক হাছান আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ধর্ষককে ছুরিকাঘাত করায় ধর্ষিতার মামাতো ভাই সাকিবকেও সে সময় পুলিশ আটক করে।
ভৈরব থানার পুলিশের উপ-পরির্দশক মোঃ রফিকুল ইসলাম বলেন, এলাকাবাসী ধর্ষককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ যাওয়ার আগেই ধর্ষিতার মামাতো ভাই সাকিব ধর্ষক হাসান আলীকে ছুরিকাঘাত করে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন