গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি :
“মাস্ক পরার অভ্যাস,করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে (কভিড-১৯) ২য় পর্যায় মোকাবেলায় সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় আজ সকাল ১০ টায় গলাচিপা পৌরসভা বিভিন্ন ওয়াডের্, গলাচিপা থানা পুলিশের আয়োজনে গণ সচেতনতা বৃদ্ধি, মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ হ্যান্ড সেনিটেশন বিভিন্ন কর্মসূচীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা থান অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. সাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে সিনিয়র পুলিশ সুপার মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন। পৌরসভার নাগরিক বৃন্দ সুশিল সমাজ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি অফিসার ইনচার্জ বলেন, কভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ দেশের মানুষের নিরাপদ স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সব সময় আন্তরিক ভাবে কাজ করেছেন, তিনি সকলকে মাস্ক ব্যবহার ও সচেতনা সহ গণ জমায়েত থেকে নিরাপদ থাকার আহ্বান জানান।
s
