সংকল্প ডেক্স :
দিনের আলো কেটে গিয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে সাজানো আলো নাচছে। গাইছে আলো। তার রং বেরঙ দ্যুতি মন কেড়ে নিচ্ছে। লাল-সবুজ আলোয় ফুটে উঠছে বাংলাদেশের মানচিত্র, আমাদের জাতীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা/আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥/ নাচে আলো নাচে, ও ভাই, আমার প্রাণের কাছে–/ বাজে আলো বাজে, ও ভাই হৃদয়বীণার মাঝে–/


লেকে আলো ফেলায় টলমল করছে পানি।