সংকল্প ডেক্স :
একটু সমস্যায় পড়লে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা ছুটে যান তার কাছে। ব্যাটিং স্ট্যান্স, গ্রিপ, ফুটওয়ার্ক কিংবা অন্য কোনো সূক্ষ্ম ও খুঁটিনাটি সমস্যায় এ মুহূর্তে দেশি কোচদের মধ্যে তিনিই সবচেয়ে বড় দাওয়াই।
সেই নাজমুল আবেদিন ফাহিম টিম বাংলাদেশের বর্তমান খারাপ অবস্থার সম্ভাব্য কারণ খুঁজে বের করেছেন। তার ধারণা, টিম বাংলাদেশের ভেতরে এখন দুই শ্রেণির ক্রিকেটারের সংখ্যা বেশি। এক ভাগ নিজেদের জায়গা নিয়ে শঙ্কিত, আরেক পক্ষ দলে জায়গা নিশ্চিত হলেও ফর্ম নেই।
