হোম অন্যান্যসারাদেশ মেঘনা নদীতে জাটকা ধরায় ৩০ জেলের সাজা

সংকল্প ডেক্স :

মেঘনা নদীর চাঁদপুর অঞ্চলে অভিযান চালিয়ে ৩০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। রোববার (২১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে সকালে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন, মো. দেলোয়ার হোসেন (২০), মো. সাগর (২০), মো. আমির হোসেন (১৩), মো. মাহফুজ (১৮), মো. বিল্লাল হোসেন (৩৩), মো. আজিজ সরকার (৩৫), মো. ইসমাইল বেপারী (২০), মো. হানিফ (২১), মো. ইমু (১৮), আবুল বাউল (১৯), মো. বিল্লাল হোসেন (২৯), মো. রহমত আলী (১৬), মো. সোহেল বকাউল (৩৫), মো. খোকন সরদার (৫৫), মো. সুমন দেওয়ান (১৩), মো. জুম্মন হোসেন গাজী (১৪), মো. সজীব বেপার (১৬), মো. মিলন গাজি (১৬), হাসান জমাদার (৩৫), মো. আবুল কালাম (১৩), মো. রফিকুল ইসলাম (২০), মো. কাইয়ুম (৩৫), মো. ইমান হোসেন (২০), মো. আবু বক্কর বেপারী (৩৮), মো. আবুল হোসেন বেপারী (২৬), মো. আলাউদ্দিন (৪০), মো. জাকির শিকদার (৪০), মো. নিজাম তফাদার (৪৫), মো. মঞ্জিল সরকার (৩৫) ও মো. মমিন আলী গাজী (৩২)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। এসময় জেলা মৎস্য সম্প্রসারণ অফিসার ফারুক আহমেদসহ আরও ৬ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় মেঘনা নদীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় ৩০ জন জেলে ও চারটি কাঠের নৌকা তারা জব্দ করতে সক্ষম হয়।’

ভ্রামমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার বলেন, ‘জাটকা রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন