সংকল্প স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক সিরিজ কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে খেলতে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন বিশ্বের অন্যতম সেরা মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বিপিএলের শিরোপা জেতা একমাত্র বিদেশি অধিনায়কও ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার আন্দ্রে।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবশেষ আসরে রাজশাহী রয়্যালসকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা এনে দেয়ার পাশাপাশি নিজেও জিতেছিলেন আসরসেরা খেলোয়াড়ের। যার সুবাদে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার জন্ম নিয়েছে রাসেলের।
সেই ভালোবাসা থেকেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনের অংশ নিলেন রাসেল। কোকাকোলা বাংলাদেশের উদ্যোগে বিশ্বের অনেক তারকারা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে ভিডিওবার্তা দিয়েছেন। এতে যোগ দিয়েছেন রাসেলও। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে আপলোড দিয়েছেন ভিডিওবার্তা।
সেই ভিডিওর ক্যাপশনে রাসেল লিখেছেন, বাংলাদেশে আমার বন্ধু ও অনুসারীদেরকে ৫০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। একইসঙ্গে #Happy50Bangladesh ও #CocaCola হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি।
এছাড়া ভিডিওবার্তায় এ জ্যামাইকান অলরাউন্ডার বলেছেন, ‘বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানের খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা পছন্দ করি।’
রাসেল আরও বলেছেন, ‘কোকাকোলার মাধ্যমে আমি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি সম্পর্কে জানতে পেরেছি। আমি নিজেও কোকাকোলার উদযাপনের অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।’
s