হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা বধ্যভ‚মি পুন:উদ্ধার কমিটির সভা

প্রেস বিজ্ঞপ্তি :

২০ মার্চ বিকাল ৫টায় পুরাতন আইনজীবী সমিতির অফিসে বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে সাতক্ষীরা জেলার রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন ও পত্রিকার সম্পাদক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তিযুদ্ধে ইতিহাস সংরক্ষণ ও বধ্যভ‚মি পুন:উদ্ধার ও সুনামগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ করার জন্য মতামত প্রদান করেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পদাক ফাহিমুল হক কিসলু, উপাধ্যক্ষ ময়নুল হাসান, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর জাসদ নেতা আশরাফ সরদার, বাসদ নেতা এড. শেখ আজাদ হোসেন বেলাল, দক্ষিণের মশাল অধ্যক্ষ আশেক ই এলাহী, স্বদেশ পরিচালক মাধব দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা নিত্যানন্দ আমিন, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমানসহ আরও অনেকে।

বক্তাগণ বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানানোর জন্য জেলায় বধ্যভ‚মি স্থাপন করা দরকার। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গণতন্ত্রমনা জনতার ঐক্যবদ্ধ হওয়া এবং সাম্প্রদায়িক সহিংতার হোতাদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা করার আহ্বান জানানো হয়। ২৫ মার্চ সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভ‚মিতে মোমবাতি প্রজ¦লরে কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতির আহ্বান জানান। নেতৃবৃন্দ সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টি নেতা অজিত কুমার, নির্মল সরকার প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন