হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় সংবাদকর্মী ফিরোজ জোয়াদ্দারের অকাল মৃত্যু

দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা) :

কলারোয়ার সংবাদকর্মী ফিরোজ জোয়াদ্দার(৩০) সড়ক দূর্ঘটনায় মৃত্যবরণ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক ফিরোজ জোয়াদ্দার ব্যক্তিগত কাজ শেষে শুক্রবার(১৯মার্চ) বেলা ১ টার দিকে মোটর সাইকেল যোগে সাতক্ষীরা থেকে কলারোয়ায় ফেরার পথে ছয়ঘরিয়া নামকস্থানে পৌঁছালে এক ট্রলির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়।

আহত অবস্থায় ফিরোজকে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন( ইন্না…. রাজেউন)। নিহত সাংবাদিক ফিরোজ জোয়াদ্দার (ইসমাইল) কলারোয়া পৌর সদরের গলখালি গ্রামের ভোলা হোসেনের পুত্র। অবিবাহিত সাংবাদিক ফিরোজ মৃত্যুকালে বাব, মা, চাচা,চাচি,ভাই,বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ফিরোজের অকাল মৃত্যুর খবরে তার পরিবার ও সংবাদকর্মীসহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, কলারোয়া প্রেসক্লাবের সংবাদকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন