হোম অন্যান্যসারাদেশ সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে দেখতে যান ফকিরহাট উপজেলা চেয়ারম্যান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

করোনার টিকা নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে একমাস ধরে অসুস্থ থাকা একাত্তর টেলিভিশন, কালের কন্ঠ, ডেইলী সান ও ইউএনবি এর বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে দেখতে গেলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

১৫মার্চ (সোমবার) দুপুরে তিনি বাগেরহাট শহরের শালতলাস্থ বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর বাসায় যান। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি মোজাফফার হোসেন, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান, নির্বাহী সদস্য এস এম শামসুর রহমান, ফকিরহাটের সাংবাদিক মান্না দে, পিকে অলোক, এম জাকির হোসেন প্রমূখ। উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ এসময় সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোজ খবর নেন।

উল্লেখ্য, বিষ্ণু প্রসাদ চক্রবর্তী গত ৭ ফেব্রæয়ারী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বুক-পিঠে ব্যথা, শরীরের দুর্বলতা, সার্বক্ষনিক জ্বর সহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন। পরবর্তীতে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা গ্রহন করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পরেও নির্দিষ্ট করে কোন রোগ শনাক্ত না হওয়ায় বাসায় থেকে চিকিৎসা গ্রহন করছিলেন। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে রেফার্ড করেছে স্বাস্থ্য বিভাগ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন