হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠিতে খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ২০ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে খাদ্যে বিষক্রিয়ায় তাবলিগ জামাতের ২০ জন অসুস্থ পড়েছেন। সকালে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাবলিগের সাথীরা জানান, ঠাকুরগাঁও থেকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মসজিদে তাবলীগ জামাতের একটি দল আসেন। গতরাতে (শনিবার রাতে) জামাতে আসা মুসল্লিরা খাবার খেয়ে ঘুমি পড়েন। সকালে তাঁরা ঘুম থেকে উঠে অসুস্থ হয়ে পড়েন।

প্রত্যেকেরই বমি, পেটে ব্যাথা, মাথা ব্যাথার সঙ্গে শরীর দুর্বলতা রয়েছে। স্থানীয় লোকজন এতাদের রবিবার সকালে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

জামাতের সাথী হাসান আবদুল্লা জানান, ঠাকুরগাও জেলা থেকে ২০ জন বিভিন্ন বয়সের মুসল্লী ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মসজিদে ওঠেন। শনিবার রাতের খাবার খেয়ে সবাই মসজিদে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর রাত থেকে তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েনে। আবার কেউ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাফর দেওয়ান জানান, ‘রোগীদের প্রধান সমস্যা পেট খারাপ, বমি এবং পেটে ব্যথা। এ পর্যন্ত সব মিলিয়ে ১৪জন রোগী ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা নিরিক্ষা করে অসুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন ওই চিকিৎসক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন