হোম অন্যান্যসারাদেশ মাগুরায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তরস্থাপন

মাগুরা অফিস :

মাগুরায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে সদরের ভিটাসাইর এলাকায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এর ভিত্তি প্রস্তরস্থাপন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা সাকিউল আজম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক প্রমুখ।

আয়োজকরা জানান,‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীষক প্রকল্পের আওতায় সদরের ভিটাসাইর এলাকায় ৪৩ শতাংশ জমিতে ৩ তলা বিশিষ্ট এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে।

৩ তলা বিশিষ্ট এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫৯ লক্ষ ৯৫ হাজার টাকা। এটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন