কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কুলিয়ারচরের ছয়সূতী প্রতাপনাথ বাজারে আহলে সুন্নত ওয়ালা জামাত ও কওমিপন্থী ইমাম- ওলামা পরিষদের পাল্টাপাল্টি মাহফিলের ডাক দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী। সোমবার (৮ মার্চ) বিকালে রুবাইয়াৎ ফেরদৌসীর সাক্ষর ও সীলমোহরে সম্বলিত একটি নোটিশে এই আদেশ জারি করা হয়।
স্থানীয়রা জানান, প্রথাপনাথ বাজার প্রাঙ্গনে ইউনিয়ন আহলে সুন্নাত ওয়ালা জামাত ও আঞ্জুমানে ইখওয়ানে মারেফাতের উদ্যোগে ধর্ম বিষয়ক বিশেষ অবদানের জন্য সৈয়দ মুহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ ‘একুশে স্বর্ণপদক’ পাওয়ায় এক গণসংবর্ধনা ও সালাতু- সালাম মাহফিলের আয়োজন করা হয়।
একই স্থানে ৭, ৮ ও ৯ মার্চ তিনদিন ব্যাপী মাহফিলের ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করে কওমিপন্থী ইমাম- ওলামা পরিষদের লোকজন। এর পরিপ্রেক্ষিতে উক্ত স্থানে ১৪৪ ধারা জারি করে দাঙ্গা পুলিশ মোতায়েন করে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে কওমিপন্থী ইমাম- ওলামা পরিষদ সূত্রে জানা যায়, মাহফিলের নামে ওরা নানা বেদআতি কাজ করতে পারে। তাই আমরা আমাদের ঈমানী দায়িত্ব নিয়ে তা প্রতিহত করার জন্য মাহফিলের আয়োজন করেছিলাম।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী জানান, আমার কাছে প্রতিয়মান হয়েছে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। জনগনের জানমালের নিরাপত্তা বিঘিœত হতে পারে তাই ওখানে জনস্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে ।
