হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে জয়পুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চা বিক্রেতার বসতঘর পরিদর্শন করেন ইউএনও

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান নলধার জয়পুর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চা বিক্রেতার বসতঘর পরিদর্শন করেন। সোমবার দুপুরে পরিদর্শনকালে এসময় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর ভৈরব নদীর তীরে বসবাসরত চা বিক্রেতা আ: বারেক চৌকিদারের বসতঘরে আকস্মিক এক অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনাটি রবিবার সন্ধ্যার দিকে ঘটেছে। ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলেন না বলে জানা গেছে। অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য জিনিসপত্র পুড়ে তিন লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষনিক বিস্তারিত জানা জায়নি।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন