ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের সীমান্ত মোল্লাহাটের গাওলা ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামের কানাই লাল সরকারের পুত্র পবন কুমার সরকারের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যপক ক্ষতি সাধন হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার রাতে আকস্মিক বসতঘরে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শেখা মুহুর্তের মধ্যে ঘরের সব স্থানে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে ঘরের সকল জিনিপত্র পুড়ে ভস্মিভ‚ত হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা পবন কুমার সরকার জানান। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গাওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রেজাউল কবির, মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার ও মূলঘর সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম পাপলু, পুলিশ প্রশাসন, পল্লিবিদ্যুৎ নিয়ন্ত্রক টিম, বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার সহ নানা শ্রেনী পেশার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার খোজ খবর নেন এবং ভুক্তভোগী পরিবারকে শান্তনা দেন।