হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ইয়াবা সহ ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে টেম্পু ষ্ট্যান্ড এলাকা থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইজিবাইক চালক আজিজুর রহমান নয়ন (২৬) কে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি (তদন্ত) সৈয়দ বাবুল আক্তার এর নেতৃত্বে এস আই এস এম রায়হান, এস আই রকনুজ্জামান, এএসআই রহুল আমিন, এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ সংগীয় ফোর্স উক্ত স্থানে বিশেষ এক অভিযান চালিয়ে নলধার জয়পুর গ্রামের মৃত হানিফ শেখের পুত্র আজিজুর রহমান নয়ন (২৬) কে আটক করে। এসময় তার কাছে থাকা ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন