চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপি মেয়র পদ প্রার্থী হুমায়ুন কবির শিকদার। রবিবার (২৮ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ প্রার্থীর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

এসময় পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্ট, যুব দল নেতা প্রিন্স মহাজন,শোয়াইবুর রহমান শোয়েব,সায়েম মালতীয়া,রাশেদুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, পঞ্চম ধাপের এ পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাররা ভোট প্রয়োগ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এ ধরনের অভিযোগ সঠিক নয়।