চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় আগামীকাল ২৮ফেব্রুয়ারী চরফ্যাশন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিক ববরাদ্দের পর থেকে মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা তাদের প্রচারণার মধ্য দিয়ে পৌর ভোটারদের দ্বারেদ্বারে ভোট চেয়েছেন। আজ ২৭ফেব্রুয়ারী থেকে বিধিমালা অনুযায়ী নির্বাচনে একদিন পূর্বে এ প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোট গ্রহণ করা হবে।
এবারের চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র পদ প্রার্থী ও ৪৩ জন কাউন্সিলর প্রার্থী বিভিন্ন প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করছেন। স্থানীয় পৌর বাসিন্দারা বলেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারের পৌরসভা নির্বাচনে। তবে ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ ও ৭ নং ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদ প্রার্থীরা নির্বাচন করলেও ভোটের মাঠ গোছানোয় শক্ত অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তাড়া অপর প্রার্থীকে এক চুল ছাড় দিতে নারাজ হলেও ৪নং ওয়ার্ডে দৃষ্টি এখন সাবেক কাউন্সিলরকে ঘিরে।
টানা ৩বারের নির্বাচীত এ কাউন্সিলর প্রার্থীর প্রতিদ্বন্দ্বী এবার তার আপন ভাই। এছাড়াও তার সাথে আরও ২প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করলেও এ চার প্রার্থী একসাথে উৎসব মুখোর পরিবেশে তাদের প্রতিকে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন। অপরদিকে এ নির্বাচনকে ঘিরে কোথাও কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও ২নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় উভয় পক্ষের ৭জন আহত হয় এবং পরবর্তীতে থানায় একটি মামলা হয় বলেও জানা গেছে।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, চরফ্যাশন পৌরসভা একটি উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করি। পৌরসভার ১৭টি কেন্দ্রের নির্বাচনী সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় ইতিমধ্যেই পুলিশসহ র্যাব বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনী মোতায়েন শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণেও গতকাল মক ভোটের আয়োজন করা হয়।
s