হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় বিজয় দিবস ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

দেবহাটা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে আয়োজিত ৮ দলীয় লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার। গত ২৬ শে ডিসেম্বর টূর্নামেন্টটির উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন, পিপিএম (বার)।

টানা দুমাস পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারী),  বিকাল ৩টায় ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে খেলাটি আনুষ্ঠানিক ভাবে শেষ হবে। সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের, পরিবারের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এ লক্ষ টাকার ফুটবল টূর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে ঢাকা ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার জানান, ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

এছাড়াও খেলাটিতে বিশেষ অতিথি হিসেবে দেবহাটা সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার কথা রয়েছে।

খেলাটিতে সভাপতিত্বে করবেন মুল আয়োজক ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স.ম আমজাদ হোসেন। গোটা ফুটবল টূর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে সংযুক্ত রয়েছে দেবহাটা প্রেসক্লাব। এছাড়া খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সখিপুর মিতালী সংঘ ও উদয়ণ সংঘ। ফাইনাল খেলাটিতে দেবহাটার গাজীরহাট ফুটবল একাদশ বনাম সদর উপজেলার মাহমুদপুর ফুটবল একাদশ একে অপরের প্রতিদ্বন্দীতা করবেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন