মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
তারিখ ২৫ ফেব্রুয়ারি,২০২১ইং, বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির উঠানে ও পতিত জলাভূমিতে ভাসমান বেডে শাক সবজি চাষ ও তরি তরকারী চাষ করে আদর্শ কৃষক আঃ হামিদ বেশ লাভবান হয়েছে। বাড়ির উঠানে এবং পরিত্যাক্ত জলাভূমিতে বিভিন্ন জাতের শাক সবজি ও মসলা জাতিয় ফসল চাষ করে সংসারে আর্থিক স্বচ্ছলতা এসেছে। তার চাষ পদ্ধতি দেখে এখন এলাকার অন্য কৃষকরা ও ভাসমান বেডে বিভিন্ন জাতের শাক,সবজি ও মসলা জাতীয় ফসলের চাষ করছে।
আজ বৃহস্পতিবার সরেজমিন খোজ নিয়ে জানাগেছে মোল্লাহাটের কুলিয়া ইউনিয়নের বড়ঘাট গ্রামের ভূমিহীন কৃষক আঃ হামিদ পরের জমিতে কাজ করে জিবিকা নির্বাহ করতো, কিন্তু করোনা পরিস্থিতিতে বেকার অবস্থায় তার বাড়ির উঠানে এবং বাড়ির সামনে পতিত খালের জলাভূমিতে স্বল্প পরিশরে ভাসমান বেড তৈরী করে শাক,সবজি ও মসলা জাতীয় ফসলের চাষ করে।
এক বিঘা জলাভূমি ও ২ শতক উঠানের জমিতে সর্বমোট ৩০ হাজার টাকা খরচ করে প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন জাতের ফসল সে বাজারে বিক্রি করেছে, এছাড়া নিজের পরিবারের জন্য কখনো শাক সবজি বা তরি তরকারী কেনার প্রয়োজন হয়না বলে আঃ হামিদ জানায়। সে আরো জানায় উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ও উক্ত ইউনিয়ন উপ-সহকরী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এর পরামর্শমত ভার্মি কম্পোষ্ট ব্যবহার করে এত ভাল ফলন পেয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হাসান জানান মোল্লাহাটে এখন আঃ হামিদ, কৃষকদের আদর্শ হয়ে উঠেছে। তার উৎপাদিত সকল শাক সবজি বা তরি তরকারী সম্পূর্ন বিষ মুক্ত এবং স্বাদ ও অনেক বেশী। তার চাষ পদ্ধতি দেখে এলাকার অন্য কৃষকরা বিষমুক্ত চাষে উদ্ধুদ্ধ হচ্ছে।
s