চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে চরফ্যাশনে। বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা ৬নং ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শিরাজুল ইসলাম কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ মনোনিত মেয়র পদ প্রার্থী এসএম মোরশেদ,জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মো.হোসেন মিয়া,প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।
এসময় এসএম মোরশেদ বলেন, চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রূপকার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র চরফ্যাশন ও মনপুরার উন্নয়নকে আরও প্রসারিত করতে এবং পৌর নাগরিকদের দোরগোড়ায় উন্নয়ন সেবা পৌছে দিতে আগামী ২৮ফেব্রুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে পৌরসভার উন্নয়ন করার সুযোগ দিন।
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার, পৌরসভার সাবেক কাউন্সিলর কুতুব জাহাঙ্গীর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচীত কাউন্সিলর মনির উদ্দিন কাজী প্রমুখ নেতৃবৃন্দ।
s