খুলনা অফিস :
আগামীকাল ২৭ ফেব্রæয়ারি খুলনায় বিএনপি’র মহাসমাবেশের প্রস্তুতি প্রায় শেষ। তবে চারটি স্থানের জন্য অনুমতি চাওয়া হলেও এখন অবধি প্রশাসনের পক্ষ থেকে কোন ফলাফল জানানো হয়নি। অন্যদিকে মহাসমাবেশ যাতে সফল না হয় সেজন্য নগরীর বিভিন্ন স্থানে পুলিশ ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ বিএনপি’র।
কেসিসি’র সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলামসহ যুবদল, ছাত্রদলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের আটক করা হচ্ছে এমন তথ্য উপস্থাপন করেছে দলটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোড এলাকার দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনার মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
তিনি আরও বলেন, সমাবেশের অনুমতি চেয়ে গত ১৭ ও ২৩ ফেব্রæয়ারি দু’দফায় আবেদন করা হয়েছে। চারটি স্থানের মধ্যে রয়েছে শহিদ হাদিস পার্ক, মহারাজ চত্ত¡র, শিববাড়ি মোড় বাবরী চত্ত¡র ও সোনালী ব্যাংকের সামনে। যেসব স্থানে সমাবেশ আগে হয়েছে সেখানেই অনুমতি চাওয়া হয়েছে। সিটি মেয়র আশ্বস্ত করেছিলেন অনুমতি দেওয়া হবে। অথচ এখনো পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।
সমাবেশকে কেন্দ্র করে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশী শুরু করেছে। বুধবার দুপুর থেকে এ পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম সহ অন্তত ২৪ নেতা-কর্মীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে। পুলিশের এই আচরণ প্রত্যাহার করতে হবে। এছাড়া পরিবহণ শ্রমিকদের সাথে বৈঠক করে সমাবেশের আগে খুলনা বিভাগে পরিবহন চলাচলে নিষেধ করা হচ্ছে। তিনি ক্ষমতাসীনদের এমন কাজের নিন্দা জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, মীর কায়সেদ আলী, স ম আব্দুর রহমান, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটির মেয়র প্রার্থীদের নেতৃত্বে আগামীকাল ২৭ ফেব্রæয়ারি খুলনাতে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে।
এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া বক্তা ছয় সিটির মেয়র প্রার্থীরা।
s