হোম অন্যান্যসারাদেশ সড়ক দুর্ঘটনায় রাজাপুরের ইউএনও সামান্য আহত ড্রাইভার হাসপাতালে

ঝালকাঠি  প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন ও তার গাড়িচালক শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ সকাল ৭টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. মাসুম বিল্লা জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাড়িটি বরিশালের দিকে যাচ্ছিল। এতে গাড়ি চালক ও ইউএনও আহত হয়েছেন। বর্তমানে গাড়ি চালক শহিদুল ইসলাম বরিশালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি। দেখা গেছে সকাল দশটার কয়েক মিনিট আগে সহকারী কমিশনার ভ‚মি অনুজা মন্ডলের সরকারি গাড়িতে করে ড্রাইভার মোঃ মনির খানকে সাথে নিয়ে তিনি কর্মস্থলে উপস্থিত হন। নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা গেছে তার মোবাইল ফোনটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি ফোনে কথা বলতে পারছেন না।

রাজাপুর সহকারী কমিশনার (ভ‚মি) অনুজা মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েও ইউএনও মহোদয়ে তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ আছেন। এ ঘটনায় অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন। ইউএনও মহোদয় সবার কাছে দোয়া চেয়েছেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন