হোম অন্যান্যসারাদেশ পিরোজপুরে বাবুই সাহিত্য পদক প্রদান
পিরোজপুর প্রতিনিধিঃ
বাবুই সাহিত্য পদক পেয়েছেন পিরোজপুরের ৩ গুনিজন। পিরোজপুরে বাবুই নামের একটি সাহিত্য পত্রিকা বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি)  শহরের এসবি কমিউনিটি সেন্টারে  আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক প্রদান করে।
এ উপলক্ষে আয়োজিত পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
২০০৭ সালের ১৬ ডিসেম্বর বাবুই সাহিত্য পত্রিকার জন্ম। তবে এবারই প্রথম পদক প্রদান করলো সংগঠনটি।  পদকপ্রাপ্ত  তিন গুনিজন হলেন- নাট্যে  আ.ফ.ম রেজাউল করিম, কাব্যে তরুন কবি নুরুল ইসলাম নয়ন এবং সাহিত্যে বাবুই সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সাইয়েদ আহমাদ।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন