হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ডহরমৌভোগে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ডহরমৌভোগ গ্রাম উন্নয়ন সংঘের আয়োজনে কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহনে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছে। সেখানে তিনদিন ব্যাপি বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত নিবন্ধন ক্যাম্প থেকে ৪শতাধিক টিকা গ্রহনের আগ্রহী মানুষ তারা বিনামূলে টিকা নিবন্ধন করেছেন।

সোমবার বিকেলে এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আ: রাজ্জাক শেখ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মো: জাহাঙ্গির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুবোধ রায়। ক্যাম্পের উদ্যোক্ত শিক্ষক অজামিল ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন কাষ্টম অফিসার অরবিন্দ মালী, কুয়েটের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার (আইআইসিটি) শিমুল বালা, প্রভাষক অনির্বান রায় প্রমূখ।

এসময় আওয়ামী লীগ নেতা যোগেশ তরফদার, শিক্ষক প্রহলাদ হীরা, ইউপি সদস্য নিতিশ ঢালী, আ: হান্নান শাহ, সন্ধ্যা রানী মন্ডল, মহেল হীরা,রাধাকান্ত, কম্পিউটার অপরেটর নিরুপম হালদার, শ্রীধাম বিশ্বাস, অশোক মুখার্জী ও মিথুন সরদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন