ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে শনিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে যথার্থ ভাষা প্রয়োগেই ভাষা দিবস পালনের সার্থকতা শীষক সেমিনার অনুষ্ঠিত। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
সম্মানীত আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। অত্র কলেজ অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস। আলোচক ছিলেন, আম্বিয়া ইছয়াক কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ স,ম, নাসির উদ্দিন, আট্টাকা কে,আলী পাইলাটমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার। প্রবন্ধ পাঠ করেন প্রভাষক কামরুন্নাহার শিউলি।
প্রভাষক মো: হায়দার আলী সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শ্যামল কুমার বিশ্বাস, মনোতোষ রায় কেষ্ট, শতদল কুমার বিশ্বাস, অতুল কুমার রায়, পরিমল কান্তিমন্ডল, সজীন্দ্রনাথ রায় প্রমূখ। এসময় সহকারি অধ্যাপক চম্পক কুমার বসু, তাপস কুমার বিশ্বাস, মাসুদ হোসেন মুক্ত সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
s