মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনসহ সাংগঠনিক বিষয়ে করনীয় শীর্ষক এ জরুরী বর্ধিত সভার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রীঁতা পাড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, নব নির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দসসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ ও সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ বর্ধিত সভার ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনসহ জাতীরজনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা পালনের জন্য গুরুত্বপূর্ণ আলোচানা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।