হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এ পর্যন্ত কোভিট-১৯ এর ভ্যাক্সিন গ্রহন করেছে ৩৬১৭জন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে কোভিট-১৯ এর ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের ১০তম দিনে অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি (বুধবার) ৩৮০জন টিকা গ্রহন করেছেন। এরমধ্যে পুরুষ-২০৭ এবং নারী ১৭৩জন। এ পর্যন্ত ফকিরহাটে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন ৩৬১৭জন। এরমধ্যে পুরুষ ২১৮৮জন ও নারী মোট ১৪২৯জন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার। তিনি বলেন ফকিরহাটে ইতিমধ্যে মোট ৬হাজার মানুষ করোনা ভাইরাসের টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রার করেছে। এতে ৬হাজার মানুষ টিকা গ্রহন করতে পারবেন। টিকা প্রদানের ১০তম দিনেও উৎসব মূখর পরিবেশে মানুষ টিকা গ্রহন করতে দেখা গেছে।

এদিন যারা টিকা গ্রহন করেছেন তাদের মধ্যে রয়েছেন ফকিরহাট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ ছরোয়ার হোসেন, মো: সুফিয়ান, ওবাইদুল, শেখ হাফিজুর রহমান সবুজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য, ফকিরহাটে প্রথম ধাপে ৪হাজার ৮শত টিকা এসেছে। পরববর্তীতে চাহিদার কথা বিবেচনা করে অন্যত্র থেকে আরও ১হাজার ৫শত টিকা সংগ্রহ করা হয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন